নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৩ তম কারামুক্তি দিবস উপলক্ষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা, কুমিল্লা মহানগর যুবলীগ ও কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আসর কুমিল্লা মডার্ন কমিউনিটি সেন্টারে এমপি আঞ্জুম সুলতানা সীমার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৩ তম কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম সিকদার। এ সময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যদিকে শুক্রবার জুম্মার নামাজ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কারামুক্তি দিবস ও সারাদেশে ৫৬০ টি মডেল মসজিদের মধ্যে ৫০ টি মসজিদের শুভ উদ্বোধন উপলক্ষে কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের উদ্যোগে বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, কুমিল্লা মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর হাবিবুর আল আমিন সাদী, কুমিল্লা মহানগর যুবলীগের সদস্য বোরহান মাহমুদ কামরুল, কাজী শাহআলম, হান্নানুর রহমান বেলাল, আলী ইকরাম তুহিন, দুলাল হোসেন অপুসহ মহানগর ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।
এছাড়াও আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে শুক্রবার (১১ জুন) কুমিল্লা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৫টায় দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহসিনুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ করিম মজুমদার, দপ্তর সম্পাদক রূপম মজুমদার, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আশিকুন্নবি বাপ্পি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফরহাদুল মিজান, যুব ক্রীড়া সম্পাদক খালেদ আহমেদ চঞ্চল, উপ দপ্তর সম্পাদক মো: শহীদ উল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি কিংকর দেবনাথ, জামাল হোসেন ভূঁইয়া, মনিরুজ্জামান, কাউসার খান, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মাসুম, দপ্তর সম্পাদক আরিফুল হাসান খান বাপ্পী, সমাজকল্যাণ সম্পাদক শিপন আহমেদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল আলিম, তথ্য ও গভেষণা বিষয়ক সম্পাদক ইমরান হোসেন জ্যাকি, জেলা সদস্য সাজেদুল করিম বিপু, আরিফুর রহমান মিঠু।
আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা আমির হোসেন ভূঁইয়া, শাহ আলম লস্কর, মুন্সি রাসেল, নিয়াজ মো: খান, খোরশেদ আলম, গোলাম মোস্তফা রুবেল, শাকিল আহমেদ, কামাল হোসেন, বাহার উদ্দিন, সাইফুল ইসলাম, মামুন প্রমুখ।