লাথি দিয়ে স্ট্যাম্প ভেঙে ফেলার শাস্তি কী হতে পারে সাকিব আল হাসানের? এ বিষয়টা জানতে উন্মুখ হয়ে অপেক্ষা করছেন বাংলাদেমের ক্রিকেটপ্রেমীরা। এমনকি পুরো ক্রিকেটবিশ্বও তাকিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দিকে।
আজ বিকেলেই হঠাৎ চাউর হয়ে গেছে যে, চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন সাকিব। যদিও পরে জানা গেছে, মোহামেডান কর্মকর্তার কথাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তবে, আম্পায়ার রিপোর্ট কী আসে এবং ম্যাচ রেফারি কী রিপোর্ট দেন কিংবা সিদ্ধান্ত দেন তার ওপরই নির্ভর করছে সাকিব আল হাসান কী শাস্তি পাচ্ছেন।
যদিও এ নিয়ে ম্যাচ রেফারি মোর্শেদ চৌধুরী কিংবা আম্পায়ার ইমরান পারভেজ রিপনের সঙ্গে বারবার যোগাযোগ করেও কিছু জানা সম্ভব হয়নি। তারা তাদের রিপোর্ট প্রিমিয়ার লিগের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ক্রিকেট কমিটি অব মেট্রোপলিশের (সিসিডিএম) কাছে দিয়ে দেবে এবং এ নিয়ে কোনো মিডিয়ার সাথেই কথা বলবে না, তা জানা কথা।
তবে এ নিয়ে যত গুজব-গুঞ্জন তৈরি হয়েছে মিডিয়ায় পাড়ায়, তা নিরসনের জন্যই হয়তো আজ (শনিবার) সন্ধ্যায় (সাড়ে ৭টায়) সংবাদ সম্মেলন ডেকেছে সিসিডিএম। সাকিবের ঘটনার ব্যাখ্যা দিয়ে সেখানে কথা বলবেন সিসিডিএম চেয়ারম্যান ও বিসিবির অন্যতম পরিচালক কাজী ইনাম আহমেদ। ধানমন্ডিস্থ নিজ কার্য্যালয়ে এ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি।
এখন সংবাদ সম্মেলনে আসলে সিসিডিএম চেয়ারম্যান কী বক্তব্য দেন, সেখানে সাকিবের কোনো শাস্তির কথা ঘোষণা হবে কি না- তা জানতেই সব কৌতুহল জমা হয়ে গেছে, আপাতত সে পর্যন্ত অপেক্ষা।