ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন অতিরিক্ত সচিব
Published : Sunday, 13 June, 2021 at 12:00 AM
তিতাস(কুমিল্লা) প্রতিনিধিঃ শনিবার বেলা ১২ টায় কুমিল্লার তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আর্থিক ব্যবস্থাপনা ও অডিট)মো. শাহদাৎ হোসেন। এসময় হাসপাতালে কর্তব্যরত সকল চিকিৎসকদের সাথে পরিচিতি বিনিময় করেন এবং নবনির্মিত চারতালা ভবনের নির্মাণ কাজের গুনগত মান সম্পর্কে খোজখবর নেন অতিরিক্ত সচিব শাহাদাৎ হোসেন। এছাড়া সেবা প্রদান শতভাগ নিশ্চিত করতে এবং তিতাস উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সে পরিনত করতে উপস্থিত কর্মরত চিকিৎসকদের দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন।
পরে তিনি সিড়ি বেয়ে পায়ে হেঁটে নিচে নেমে পরিস্কার পরিছন্নতার সন্তুষ্টি প্রকাশ করেন। এর আগে অতিরিক্ত সচিব মো. শাহাদাৎ হোসেন (আর্থিক ব্যবস্থাপনা ও অডিট)কে পৃথক পৃথক ভাবে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোছাম্মৎ রাশেদা আক্তার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো.সরফরাজ হোসেন খাঁন ও তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী মো.আব্বাস উদ্দিন(এইচ ই ডি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাম্মৎ রাশেদা আক্তার, তিতাস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো.সরফরাজ হোসেন খাঁন,দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো.শহীদুল ইসলাম শোভন,আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও)ডাক্তার মো.মাহাবুব হাসান ভূইয়া, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও)ডাক্তার মো.নজরুল ইসলাম,ডাঃ ইউসুফ, ডাঃনুসরাত ও ফারজানা পপি ও ডাঃশুভসহ হাসপাতালে কর্মরত কর্মকর্তার ও কর্মচারীগণ।