ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তিতাসে করোনা ভাইরাস প্রতিরোধমূলক সামগ্রী বিতরণ
Published : Sunday, 13 June, 2021 at 12:00 AM
কবির হোসেন, তিতাসঃ
 স্থানীয় সরকার বিভাগ,স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়ের অর্থায়নে এবং উপজেলা পরিষদের বাস্তবায়নে কুমিল্লার তিতাস উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধমূলক কার্যক্রম বাস্তবায়নে উপজেলার সকল ইউনিয়ন পরিষদে মাস্ক,হ্যান্ডস্যানিটাইজার,ব্লিচিং পাউডার,সাবান ও ফিনাইল বিতরন করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণী কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উদ্ভোধন করেন কুমিল্লা-২ আসনের সাংসদ সেলিমা আহমাদ মেরি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাম্মৎ রাশেদা আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মান্নান,মাধ্যমিক শিক্ষা অফিসার মোসা-অনোয়ারা চৌধুরী, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ও উপজেলা সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ মহসিন ভূঁইয়া,বলরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ নুরনবী,সাতানী ইউপি চেয়ারম্যান মোঃ সামসুল হক সরকার,মজিদপুর ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক মিয়া সরকার,জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান আলী আশ্রাফ,জগতপুর ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান প্রমূখ। এসময় ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যানদের হাতে করোনা ভাইরাস প্রতিরোধমূলক সামগ্রী তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।