ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুষ্টিয়ায় দিনদুপুরে গুলি: আহত ব্যক্তিও মারা গেছেন
Published : Sunday, 13 June, 2021 at 1:21 PM
কুষ্টিয়ায় দিনদুপুরে গুলি: আহত ব্যক্তিও মারা গেছেনকুষ্টিয়ায় দুর্বৃত্তের গুলিতে আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। 

নিহত ব্যক্তির নাম শাকিল (২৮)। তিনি বিকাশের ডিস্ট্রিবিউটর বলে জানা গেছে। 

শহরের কাস্টম মোড় এলাকায় রোববার দুপুর পৌনে ১২টার দিকে প্রকাশ্য দিবালোকে এক নারী ও তার সাত বছরের শিশু সন্তানকে গুলি করে এক দুর্বৃত্ত। এতে গৃহবধূ ও তার সন্তান নিহত হন। 

এ সময় গুলিতে গুরুতর আহত হন শাকিল। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আধা ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর তিনিও মারা যান।  

নিহত ওই নারীর নাম জানা যায়নি। তবে শিশুটির নাম রবিন বলে জানিয়েছে পুলিশ। তাদের গ্রামের বাড়ি কুমারখালী উপজেলার সেওতা গ্রামে। 

এদিকে ঘটনার পরই হত্যাকাণ্ডে জড়িত যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।  

কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল ইসলাম বলেন, শহরের কাস্টম মোড় এলাকায় তিনজনকে গুলি করে এক দুর্বৃত্ত। এতে ঘটনাস্থলেই এক নারী ও হাসপাতালে নেওয়ার পর তার শিশু সন্তান মারা যায়। আর গুরুতর আহত অবস্থায় অন্যজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা গেছেন।  

তিনি বলেন, ঘটনার পরই স্থানীয় জনতা অভিযুক্তকে আটকে করে পুলিশে সোপর্দ করেছে। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তদন্ত চলছে।