ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মাঠে যাওয়ার পথে আক্রমণের শিকার ডিপিএলের আম্পায়াররা
Published : Sunday, 13 June, 2021 at 1:35 PM

মাঠে যাওয়ার পথে আক্রমণের শিকার ডিপিএলের আম্পায়াররাঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচ পরিচালনা করতে বিকেএসপিতে যাওয়ার পথে আক্রমণের শিকার হয়েছেন আম্পায়ার ও ম্যাচ রেফারিরা। সড়ক অবরোধ করা সাভারের পোশাক শ্রমিকদের বাধার মুখে পড়ে আম্পায়ার ও ম্যাচ রেফারিদের বহনকারী বাস। শ্রমিকদের বিক্ষোভের সময় এমন ঘটনা ঘটে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত সময় সকাল ৯টায় শুরু হয়েছে প্রাইম দোলেশ্বর ও পারটেক্স স্পোর্টিং ক্লাবের মধ্যকার খেলা। কিন্তু বিকেএসপির ম্যাচগুলো নির্ধারিত সময়ে শুরু হয়নি।

হামলার শিকার হয়েছেন দুই মাঠের চার ম্যাচের আম্পায়ার ও ম্যাচ রেফারিরা। তবে এটি কোনো পরিকল্পিত বা উদ্দেশ্যমূলক আক্রমণ ছিল না। দুর্ভাগ্যবশত সাভারের আশুলিয়ায় আন্দোলনরত শ্রমিকদের রোষানলে পড়েছেন দুই ম্যাচ রেফারি দেবব্রত পল ও আদিলসহ আম্পায়ার এবং অন্য ম্যাচ অফিসিয়ালরা।

সাকিব-কাণ্ডে দুই দিন ধরেই উত্তাল দেশের ক্রিকেট। একদিন বিরতি দিয়ে আজ থেকে আবার শুরু হলো ডিপিএলের খেলা। তবে মাঠে প্রবেশের আগেই এমন বিপাকে পড়তে হয় আম্পায়ারদের। অবশ্য সাকিব-কাণ্ডের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই।