জ্ঞান ফিরেছে ডেনমার্কের তারকা মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেনের। আপাতত শঙ্কামুক্ত এরিকসেন তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আজ রাতেই মাঠে গড়ায় স্থগিত করা ম্যাচের বাকি অংশ। স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টা) আবার শুরু হয় ম্যাচটি।
সতীর্থ ক্রিশ্চিয়ান এরিকসেনের শঙ্কামুক্ত হওয়ার খবর পেয়ে শনিবার রাতেই ম্যাচ খেলতে রাজি হয়েছেন ডেনমার্কের ফুটবলাররা। এক টুইটবার্তায় এ খবর নিশ্চিত করেছে ডেনমার্ক ফুটবল অ্যাসোসিয়েশন।
এ সিদ্ধান্ত ম্যাচের ৪৩ মিনিট থেকেই আবার শুরু হয় খেলা। পুনরায় ম্যাচ শুরুর পর প্রথমার্ধের বাকি থাকা চার মিনিটের খেলা হয় আগে। এরপর দেওয়া হয় পাঁচ মিনিটের বিরতি। পরে শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ইউরো কাপের আয়োজক সংস্থা উয়েফার টুইটবার্তায় জানা গেছে এ খবর।
এদিকে বর্তমানে কোপেনহেগেনের রাইয়োহস্পিটালেটে চিকিৎসাধীন রয়েছেন এরিকসেন। তার অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছে ডেনমার্ক ফুটবল অ্যাসোসিয়েশন এবং যেকোনো ডাকে সাড়াও দিচ্ছেন এরিকসেন। তবে সতর্কতাস্বরূপ তার প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।