ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মাদারীপুরে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল শ্রমিকের
Published : Sunday, 13 June, 2021 at 6:51 PM
মাদারীপুরে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল শ্রমিকেরমাদারীপুরের শিবচরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ফরহাদ শেখ (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। তাকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।

রোববার (১৩ জুন) দুপুরে উপজেলার শিরুয়াইল ইউনিয়নের সিপাইকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফরহাদ একই গ্রামের মো. তারা মিয়া শেখের ছেলে।

পুলিশ জানায়, রোববার দুপুরে সিপাইকান্দি গ্রামের মো. মানিক মুন্সির বসতবাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করার জন্য শ্রমিক ফরহাদ ও মাসুদ ফকির (৩২) সেপটিক ট্যাংকে নামেন। এসময় ট্যাংকের ভেতরের বিষাক্ত গ্যাসে উভয়ে অসুস্থ হয়ে চিৎকার শুরু করে। পরে বাড়ির লোকজন দ্রুত তাদের উদ্ধার করে। এসময় ঘটনাস্থলেই ফরহাদের মৃত্যু হয়।

গুরুতর অবস্থায় মাসুদকে স্থানীয়রা চিকিৎসার জন্য প্রথমে ভাংগায় নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে নিলখী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাড়ির মালিক মানিক মুন্সী বলেন, ‘আমার বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কারের জন্য দুজন শ্রমিক নামেন। ভেতরে নামার একটু পরেই চিৎকার করতে থাকেন। সবাই মিলে দ্রুত তাদের উপরে উঠাই। কিন্তু সঙ্গে সঙ্গেই ফরহাদের মৃত্যু হয়।’