চট্টগ্রামে বিআরটিএ থেকে ২১ দালাল আটক
Published : Sunday, 13 June, 2021 at 7:10 PM
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় থেকে সেবা গ্রহিতাদের নানাভাবে হয়রানির অভিযোগে দালালচক্রের ২১ সদস্যকে আটক করেছে র্যাব। রবিবার দুপুরে চট্টগ্রাম শহরতলীর নতুনপাড়া এলাকার বিআরটিএ কার্যালয় থেকে তাদের আটক করা হয়েছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, দালাল চক্রের উৎপাতে বিআরটিএতে দীর্ঘদিন ধরে সেবাগ্রহিতারা হয়রানির শিকার হচ্ছেন। এছাড়া মোটরযান ও ড্রাইভিং রেজিষ্ট্রেশন করতে আসা গ্রাহকদের দ্রুত কাজ করিয়ে দেওয়াসহ নানা অজুহাত দেখিয়ে অবৈধভাবে টাকা দাবি করে এই সংঘবদ্ধ দালালচক্রটি। এই ধরনের একাধিক অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ২১ জন দালালকে আটক করা হয়েছে।