নাসির ও অমির বিরুদ্ধে মাদক আইনেও মামলা হচ্ছে
Published : Monday, 14 June, 2021 at 7:18 PM
চলচ্চিত্র নায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে গ্রেফতার হওয়া ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে মাদক আইনেও মামলা হচ্ছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ নাসির উদ্দিনের বাসা থেকে কয়েক বোতল বিদেশি মদ ও এক হাজার পিস ইয়াবা উদ্ধারের দাবি করেছে।
গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন অর রশিদ জানান, পরীমণির মামলায় এদের গ্রেফতার দেখানোর পাশাপাশি তাদের বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন। আমরা মাদক মামলাতেও তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করবো।