ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দিনাজপুরে আরও ৭০ জন করোনায় আক্রান্ত
Published : Monday, 14 June, 2021 at 7:37 PM
দিনাজপুরে আরও ৭০ জন করোনায় আক্রান্ত দিনাজপুরে করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। এতে হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যার পাশাপাশি মৃত্যুও বেড়েছে। দিনাজপুরে গত ২৪ ঘন্টায় ১৮৪টি নমুনা পরীক্ষা করে ৭০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যা আক্রান্তের হার ৩৮.০৪ শতাংশ। 

গত ২৪ ঘন্টায় সদর উপজেলায় করোনা পজিটিভ নিয়ে রহিমা বেগম (৫৫) দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

জেলায় বর্তমানে আক্রান্তের সংখ্যা ৫৩২ জন। তবে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ২০ জন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ৪৯৮ জন ও হাসপাতালে ৭৮ জন ভর্তি রয়েছেন বলে সোমবার বিকালে নিশ্চিত করেন দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ।