ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রাজশাহী মেডিক্যালে আরও ১৩ মৃত্যু
Published : Wednesday, 16 June, 2021 at 1:15 PM
রাজশাহী মেডিক্যালে আরও ১৩ মৃত্যুরাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) সকাল ৮টা থেকে বুধবার (১৬ জুন) সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময় তারা মারা যান। এদের মধ্যে সাত জন পুরুষ ও ছয় জন নারী। মৃতদের মধ্যে রাজশাহীর আট জন, চাঁপাইনবাবগঞ্জের চার ও কুষ্টিয়ার একজন করে। এ নিয়ে জুনের ১৬ দিনে মারা গেলেন ১৬১ জন। এদিকে স্বাস্থ্যবিধি না মানায় জেলার বিভিন্ন উপজেলা ও গ্রাম পর্যায়ে করোনা রোগীর সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পাঁচ জন করোনা পজিটিভ ছিলেন। বাকিরা শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। করোনা পজিটিভ মারা যাওয়া পাঁচ জনের মধ্যে রাজশাহীর তিন ও চাঁপাইনবাবগঞ্জের দুই জন রয়েছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, মৃতদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরে মধ্যে তিন জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিন জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ জন ও ৬১ বছর বয়সের উপরের দুই জন রয়েছেন।

হাসপাতালের পরিচালক আরও বলেন, রোগীর চাপ বাড়ায় মঙ্গলবার এ হাসপাতালে দুটি আইসিইউসহ ৩৪টি বেড বাড়ানো হয়েছে। এছাড়াও আরও ১৫ জন চিকিৎসক পাঠাতে স্বাস্থ্য দফতরে চিঠি দেওয়া হয়েছে। সপ্তাহ খানেক আগে ১৫ জন চিকিৎসককে এ হাসপাতালে পাঠানো হয়েছিল।

তিনি আরও জানান, বুধবার সকাল ৮টা পর্যন্ত ২০টি আইসিইউসহ ৩০৫ বেডের বিপরীতে চিকিৎসাধীন রয়েছেন ৩৪৪ জন। বাকিদের মেঝেসহ অতিরিক্ত বেডের ব্যবস্থা করে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হয়েছেন ৪৮ জন। এর মধ্যে রাজশাহীর ২৭, চাঁপাইনবাবগঞ্জের আট, নাটোরের সাত, নওগাঁর চার, পাবনা ও কুষ্টিয়ার একজন করে রাগী ভর্তি হন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৩ জন।