কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গত কয়েকদিনে একই পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৮ জন আহত হয়েছে। হাসপাতাল ও আহতদের সূত্রে জানা গেছে, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ও তার আশপাশের এলাকায় গত ১৩ জুন রবিবার সকাল থেকে ১৫ জুন মঙ্গলবার সকাল পর্যন্ত একটি পাগলা কুকুর শিশুসহ ৮ জনকে কামড়িয়ে আহত করেছে। আহতদের মধ্যে ২ বছর বয়সী এক শিশু ও এক বৃদ্ধাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও কুমিল্লা সদর হাসপাতালে প্রেরণ করেছেন ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক।
আহতরা হলেন, উপজেলার সিদলাই ইউনিয়নের সিদলাই গ্রামের মোঃ জামানের ছেলে জিসান(৮), চান্দলা ইউনিয়নের চান্দলা গ্রামের হিরন মিয়ার ছেলে মহিউদ্দিন (২৮), একই এলাকার ফারুক মুন্সীর মেয়ে রাইসা (২), রফিকুল ইসলামের মেয়ে জান্নাতুল ইভা (৭), মোঃ সুদন মিয়ার স্ত্রী রশীদা বেগম (৬০), আবু জাহেরের ছেলে জুবায়েদ হোসেন (১০), দর্পনারায়ণপুর গ্রামের দুধ মিয়ার ছেলে সাকিবুল ইসলাম (৭), হেলাল উদ্দিনের ছেলে মোঃ ছাদেক (৪০)। এদের মধ্যে থেকে শিশু রাইসা'কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ও রশীদা বেগমকে কুমিল্লা সদর হাসপাতালে প্রেরণ করেন ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে প্রেরণ করা হয়েছে।