ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় আঞ্চলিক স্কাউট কেন্দ্রের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
Published : Tuesday, 15 June, 2021 at 7:18 PM
কুমিল্লায় আঞ্চলিক স্কাউট কেন্দ্রের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন মাসুদ আলম।। 
৪৮ কোটি টাকা ব্যয়ে কুমিল্লার লালমাই আঞ্চলিক স্কাউট কেন্দ্রের উন্নয়ন প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি’র বক্তব্যে অর্থমন্ত্রী বলেছেন, বাংলাদেশ স্কাউটস প্রধানমন্ত্রীর লক্ষ্য ২০৪১ সালের উন্নত দেশ গড়ার কাজে ভূমিকা রাখছে। চলমান করোনাকালিন সময়েও যুবসমাজ ও দেশের প্রত্যেকটি মানুষকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিচ্ছেন। এগিয়ে যাওয়ার এই পথকে আরও গতিশীল করতে সারা বাংলাদেশের স্কাউটস সদস্য ভূমিকা রাখছেন।   
বাংলাদেশ স্কাউটস সামাজিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে আ হ ম মুস্তফা কামাল আরও বলেন, স্কাউট একটি সামাজিক প্রতিষ্ঠান, যার মাধ্যমে নেতৃত্বের গুণাবলী তৈরী হয়। স্কাউটগণ তাদের চিন্তা ভাবনার মাধ্যমে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্কাউটিং নিয়ম ও শৃঙ্খলা শিখায়, এর মাধ্যমে মানবিক এবং নেতৃত্ব প্রদানের দক্ষতা তৈরী হয় যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গড়তে সহায়ক ভূমিকা রাখবে। বাংলাদেশ স্কাউট্স, রোভার লালমাই অঞ্চলিক স্কাউট্সকে আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। মঙ্গলবার (১৫) জুন কুমিল্লার লালমাই আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে উন্নয়ন প্রকল্প ৮ তলা বিশিষ্ট অফিস ও ডরমিটার ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে অর্থমন্ত্রী এসব কথা বলেন। 
ভার্চ্যুয়ালি বাংলাদেশ স্কাউটস ও সম্মানীত ফেলোর সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ স্কাউট ব্যক্তিত্ব থেকে বক্তব্য রাখেন, জাতীয় কমিশনার মো. মোজাম্মেল হক খান, বাংলাদেশ স্কাউটস জাতীয় কমিশনার (উন্নয়ন) আখতারুজ জামান খান কবির, সশরীরে বাংলাদেশ স্কাউটস ও সচিব, দুর্যোগ ব্যবস্থাপনার ও ত্রাণ মন্ত্রালয়, জাতীয় কমিশন প্রকল্প মো. মোহসীন। 
অনুষ্ঠানে এছাড়াও সশরীরে আরও বক্তব্য রাখেন, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুস সালাম, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চেয়ারম্যান গোলাম সরোয়ার ও  কুমিল্লা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ। 
এদিকে অনুষ্ঠানের শুরুতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির জন্মদিনে সবাই শুভেচ্ছা জানান।