পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো সংবাদ সম্মেলন টেবিল থেকে সরিয়েছিলেন কোকা কোলার বোতল। এরপরের ম্যাচে জিতে সংবাদ সম্মেলনে আসা ফ্রান্সের পল পগবা সরালেন বিয়ারের বোতল।
ইউরোতে গত রাতের ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ১-০ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। জার্মানির ম্যাট হ্যামেলসের আত্মঘাতী গোলে জিতেছে ফরাসিরা। এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন পল পগবা।
পগবা ম্যাচসেরার পুরস্কার নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন। সেখানে বসামাত্র দেখেন টেবিলের ওপর দুটি কোকা কোলা, একটি হ্যানিকেন বিয়ার ও একটি পানির বোতল রাখা। এরপর হ্যানিকেনের বোতল সরিয়ে নিচে রাখেন পগবা।
এর আগে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোকো কোলার বোতল টেবিল থেকে সরিয়ে দেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। পানির বোতল হাতে নিয়ে রোনালদো বলেন, 'পানি খান!'