ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চরের জীবনমান উন্নয়নে ‘যুব সমাজের ভূমিকায়’ বার্ডের প্রশিক্ষণ কর্মশালা
মাসুদ আলম
Published : Wednesday, 16 June, 2021 at 7:09 PM
চরের জীবনমান উন্নয়নে ‘যুব সমাজের ভূমিকায়’ বার্ডের প্রশিক্ষণ কর্মশালাচরের জীবনমান উন্নয়নে ‘যুব সমাজের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুন) দিন ব্যাপি কুমিল্লার দাউদকান্দি উপজেলার নতুন হাসনাবাদ গ্রামে কুমিল্লা বার্ড “অভিযোজন পদ্ধতিতে চরাঞ্চলের মানুষের জীবিকার মানোনয়ন” শীর্ষক প্রায়োগিক গবেষণা প্রকল্পের অধীনে বাস্তবায়নে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। 
জাতিগঠনমূলক ০৪ টি সরকারি  প্রতিষ্ঠান বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), সমবায় একাডেমি, কুমিল্লা জেলা যুব উন্নয়ন অফিস ও দাউদকান্দি উপজেলা কৃষি অফিসের সমান্বয়ে কর্মশালাটি পরিচালিত হয়। কর্মশালায় উল্লেখিত প্রকল্পের সংগঠনের ৫০ জন সুফলভোগী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সমাপনী বক্তব্য রাখেন,  সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক ও উপ-পরিচালক মোঃ রিয়াজ মাহমুদ এবং বাংলাদেশ সমবায় একাডেমি কুমিল্লার অধ্যাপক (প্রশাসন) মোহাম্মদ শফিকুল ইসলাম।