শেখ জামাল ধানমন্ডির ইলিয়াস সানিকে লক্ষ্য করে ইট ছুড়ে, বর্ণবাদমূলক আচরণে শাস্তি পেলেন সাব্বির রহমান। লেজেন্ডস অব রূপগঞ্জের এই ডানহাতি ব্যাটসম্যানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শাস্তি পেয়েছেন শেখ জামালের ম্যানেজার টিপু সুলতান মাহমুদও। তাকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সাব্বিরের শাস্তিটা আরও বড় হতে পারতো। কিন্তু তার দল লেজেন্ডস অব রূপগঞ্জ সুপার লিগ নিশ্চিত করতে না পারায় ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। এই দুজনের আর্থিক শাস্তির বিষয়টি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।
সাব্বির ও টিপু সুলতানকে আর্থিক জরিমানা করার সঙ্গে শেখ জামালের ইলিয়াস সানিকে সর্তক করে দিয়েছে সিসিডিএম।
গত বুধবার ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে বিকেএসপির তিন নম্বর মাঠে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে লড়ছিল শেখ জামাল। ডিওএইচএসকে ১২১ রানের লক্ষ্য দিয়ে শেখ জামাল তখন ফিল্ডিংয়ে। ডিপ স্কয়ার লেগে ফিল্ডিং করছিলেন শেখ জামালের স্পিনার ইলিয়াস সানি। এমন সময় হঠাৎ মাঠের বাইরে থেকে তাকে ইট ছুড়ে মারেন লেজেন্ডস অব রূপগঞ্জের ক্রিকেটার সাব্বির।
শুধু ইট ছুড়ে মেরেই ক্ষান্ত হননি সাব্বির, ইলিয়াস সানিকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন রূপগঞ্জের এই ক্রিকেটার। শেখ জামাল সূত্রে জানা গেছে, পুরনো ক্ষোভ থেকেই এমনটি করতে পারেন সাব্বির।
ইলিয়াস সানিকে ইট ছুড়ে মারার ঘটনায় ক্ষিপ্ত শেখ জামাল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) কাছে অভিযোগ করে। সিসিডিএম চেয়ারম্যান ও বিসিবি পরিচালক কাজী ইনাম আহমেদ বরাবর চিঠি পাঠিয়ে সাব্বিরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আবেদন করে শেখ জামাল।
সিসিডিএমে পাঠানো চিঠিতে শেখ জামাল লিখে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ১৬ জুন ২০২১ তারিখে বিকেএসপির ৩ নম্বর মাঠে শেখ জামাল ধানমন্ডি বনাম ওল্ড ডিওএইচএস স্পোর্টসের খেলা চলাকালীন শেখ জামালের খেলোয়াড় ইলিয়াসকে লেজেন্ডস অব রূপগঞ্জের খেলোয়াড় সাব্বির রহমান মাঠের বাইরে থেকে বিনা কারণে ইট ছুড়ে মারেন।’
চিঠিতে আরও লেখা হয়, “অকথ্য ভাষায় গালিগালাজ ও উচ্চস্বরে বর্ণবৈষম্যমূলক আচরণ করে (সাব্বির) বলেন যে ‘ওই কাইল্যা, কাইল্যা, কাইল্যা ইলিয়াস।’ একজন পেশাদার ক্রিকেট খেলোয়াড় হিসেবে এমন আচরণ শুধু অশোভনীয়ই নয়, শাস্তিযোগ্য অপরাধও বটে। এমতাবস্থায়, সাব্বিরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।”