Published : Thursday, 17 June, 2021 at 12:00 AM, Update: 17.06.2021 1:04:34 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় আবারো বাড়তে শুরু করেছে মহামারী করোনাভাইরাসের
সংক্রমণ। গত ২৪ ঘন্টায় জেলায় প্রাণঘাতি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৪ জন।
আগের দিন মঙ্গলবার কুমিল্লায় করোনা শনাক্ত হয়েছিলো ৩৯ জনের; আর সোমবার
আক্রান্ত হয়েছিলেন ৪৭ জন। তবে গত ২৪ ঘন্টায় কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে
কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয়
সূত্রে জানা গেছে এ তথ্য। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৩
হাজার ১৭৮ জনে। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৪৫২ জন।
জেলা সিভিল সার্জন
কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় কুমিল্লায় করোনা আক্রান্ত ৫৪ জনের
মধ্যে ২৭ জন কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার। এছাড়াও সদর উপজেলার ১ জন,
সদর দক্ষিণ উপজেলার ৩ জন, বুড়িচংয়ের ১ জন, ব্রাহ্মণপাড়ায় ১ জন,
চৌদ্দগ্রামের ১ জন, দেবীদ্বার উপজেলায় ৩ জন, লাকসামে ৩ জন, নাঙ্গলকোটে ৯
জন, বরুড়ায় ১ জন এবং মনোহরগঞ্জ উপজেলায় ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হন।