ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চৌদ্দগ্রামের ৩৩ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা সড়ক ৮ মাস যেতেই বেহাল
Published : Thursday, 17 June, 2021 at 12:00 AM, Update: 17.06.2021 1:03:52 AM
চৌদ্দগ্রামের ৩৩ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা সড়ক ৮ মাস যেতেই বেহালচৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার-হরিশ^চর সড়কটির বেহাল দশা হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁচেছে। ৮ মাস আগে ৩৩ কোটি টাকা ব্যয়ে সড়কটি সংস্কার করা হয়েছিল।
 এ সড়কের কাশিনগর বাজারের বিভিন্ন অংশ এখন যানবাহন এবং পথচারীদের জন্য দুর্ঘটনা প্রবন এলাকায় পরিণত হয়েছে।এ কারণে সড়কটি দিয়ে এখন কোন সাধারণ যানবাহন চলাচল করতে পারে না। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে আহত হয়েছেন অনেকে। বৃষ্টি নামলে এ সড়কে দুর্ভোগের সীমা থাকে না। স্থানীয় বাজার পরিচালনা কমিটি ও সাধারণ মানুষের দাবি, নি¤œমানের কাজ করায় মেরামতের মাত্র ৮ মাসেই ৩৩ কোটি ব্যয়ে সংস্কার করা সড়কটির বেহাল দশা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকা সড়কটিতে দূরাবস্থা সৃষ্টির মূলকারণ।
সড়ক ও জনপদ বিভাগ কুমিল্লা অঞ্চল সূত্রে জানা গেছে, উপজেলার মিয়াবাজার-হরিশ্চর সড়কটি দৈর্ঘ্যে সাড়ে ১৯ কিলোমিটার। প্রশস্ত ছিল ১২ ফিট। এরমধ্যে ৬ ফুট বৃদ্ধি করে প্রশস্ত করা হয়েছে ১৮ ফুট।  ৩৩ কোটি টাকায় সড়কটি মেরামতের কাজ পায় ওয়েস্টার্ণ নামে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২০ সালের নভেম্বর মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটি মেরামতের কাজ শেষ করে। কাজ চলাকালীন সময়ে স্থানীয়রা সড়কটির কাজ নি¤œমানের হচ্ছে বলে সংশ্লিষ্ট বিভাগে বার বার অভিযোগ করলেও কর্তৃপক্ষ তা আমলে নেয়নি।
কাশিনগর বাজারের ব্যবসায়ী ও ইউনিয়ন যুবলীগের সভাপতি বাহারুর রহমান বলেন, সড়কটি মেরামতের সময় নি¤œমানের কাজ করা হয়। বর্ষা মৌসুমে এ মেরামতের  কাজ করায় সড়কটির সংস্কার  আরও নি¤œমানের হয়েছে। দুই পাশে অপরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থা করলেও এ ড্রেনগুলো দিয়ে পানি নিস্কাশন হচ্ছে না। যার ফলে মাত্র ৮ মাসেই সড়কটির কাশিনগর বাজারসহ বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে সড়কটিতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
কাশিনগর ইউনিয়নের ইউপি মেম্বার আবদুল ওয়াদুদ জানান, সড়কটিতে প্রতিনিয়ত দুর্ঘটনায় সাধারণ মানুষ আহত হচ্ছে। দুর্ঘটনা কবলিত হচ্ছে যানবাহনও।
কাশিনগর বাজার ব্যবসায়ী কমিটি ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, নি¤œমানের কাজ করায় সড়কটির বেহাল দশা হয়েছে।আমরা স্থানীয় সংসদ সদস্য, সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হকের মাধ্যমে সওজ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা স্বত্বেও তারা সড়কটি পুন: মেরামতের কোন উদ্যোগ নিচ্ছে না।
ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ মোশাররেফ হোসেন জানান, কাশিনগর বাজারের উপকণ্ঠে এ সড়কটির বেহাল দশার কারণে জনদূর্ভোগ চরমে পৌছেছে। আমরা এলজিইডি চৌদ্দগ্রামের মাধ্যমে বার বার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও তারা কোন ব্যবস্থা গ্রহণ করছে না।
সড়কের ঠিকাদার আবুল কাশেমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাজ করার সময় আমরা স্থানীয় জনগণের কোন সহযোগীতা পাইনি। দুই পাশে পানি নিস্কাশনের ব্যবস্থা করতে না পারায় সড়কের কিছু কিছু জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে বলে শুনেছি। তবে তা দ্রুত মেরামত করে দেয়া হবে।
সড়ক ও জনপদ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোঃ রেজা-ই-রাব্বি বলেন, ‘সড়কটি সাড়ে ১৯ কিলোমিটার। এরমধ্যে ১০ কিলোমিটারে পুরো কাজ করা হয়েছে। সাড়ে ৯ কিলোমিটার প্রশস্তকরণ হয়েছে। ১২ কিলোমিটারে কোন কাজ হয়নি। যে স্থানে জনদুর্ভোগ দেখা দিয়েছে, সেখানে পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় সড়কটির বেহাল দশা হয়েছে। তবে তিনি বলেন, বর্ষা মৌসুম কেটে গেলেই বেহাল দশার স্থানটি মেরামত করা হবে’।