ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সিনোফার্মের ৩৩ হাজার ভ্যাকসিন কুমিল্লায়
Published : Thursday, 17 June, 2021 at 12:00 AM, Update: 17.06.2021 1:04:42 AM
সিনোফার্মের ৩৩ হাজার ভ্যাকসিন কুমিল্লায়বশিরুল ইসলাম:
চীন থেকে প্রাপ্ত করোনার প্রতিষেধক টিকা ‘সিনোফার্ম ভ্যাক্সিন’ এসে পৌছেছে কুমিল্লায়। বুধবার দুপুরে কুমিল্লার জন্য বরাদ্দকৃত ৩৩ হাজার ৬ শ’ ডোজ টিকার চালানটি সিভিল সার্জন কার্যালয়ে নিয়ে আসা হয়। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে তা গ্রহণ করেন কুমিল্লার সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইন।
জানা গেছে, চীনের সিনোফার্ম (চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যালস গ্রুপ) কোম্পানীর ৫৬কার্টন ভর্তি  মোট ৩৩হাজার ৬শ ভ্যাকসিন কুমিল্লায় নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন মীর মোবারক হোসেন বলেন, গতকাল ১৬জুন বুধবার দুপুর সাড়ে ১২টায় কুমিল্লায় ভ্যাকসিনের চালানটি এসে পৌঁছে। পরে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে আমরা তা গ্রহণ করি।
কুমিল্লায় এ পর্যন্ত তিন ধাপে মোট ভ্যাকসিন এসেছে ৪ লাখ ৬২ হাজার ৬০০ ডোজ।
বুধবার দুপুরে চীনের ভ্যাকসিনের চালানটি গ্রহণকালে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু সাঈদ, কো অর্ডিনেটর এমও ডিসি ডাঃ হাসান মাহমুদ ইকবাল, এমওসিএস ডাঃ সৌমেন রায়, জেলা ইপিআই সুপারিনটেন্ডেন্টে মো: আবু তাহের সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এগুলো কুমিল্লায় তৃতীয় ধাপের ভ্যাকসিন।
উল্লেখ্য কুমিল্লায় প্রথম দফায় ২লাক ৮৮হাজার ডোজ ভ্যাকসিন আসে। দ্বিতীয় দফায় আসে ১লাক ৪১হাজার ভ্যাকসিন। এর মধ্যে ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহন করেন দুই লাখ ২৬হাজার ৬শ ৩২জন। ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহন করেন প্রায় ১লাখ ৬০হাজার জন। সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।