ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে ১শ ৭৫ পিস স্কাব সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী আটক
Published : Friday, 18 June, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং
কুমিল্লার বুড়িচং থানা পুলিশ বৃহস্পতিবার সকালে  গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের উত্তর পাড়ার কুমিল্লা-মীরপুর সড়কের  তুলা গাছের নীচ অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী সিএনজি থেকে ১শত ৭৫ পিস স্কাব সিরাপ সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
বুড়িচং থানার ওসি মোঃ আলমগীর হোসেন জানান বৃহস্পতিবার সকাল ১০টা ৩৫ মিনিটে বুড়িচং থানার এসআই সুজয় কুমার মজুমদার, এএসআই আব্দুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদর ইউনিয়নের উত্তরপাড়া কুমিল্লা-মীরপুর সড়কের তুলা গাছের নীচে অবস্থান নেয়। এসময় তুলা গাছের নীচ থেকে বুড়িচং -সাদকপুর সড়কে একটি যাত্রীবাহী সিএনজিতে তল্লাশি চালিয়ে ১শ ৭৫ বোতল স্কাপ সিরাপ উদ্ধার করে এবং দুই মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হল  বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন এর শংকুচাইল (কলুমুদ্দিনের বাড়ির) সিরাজুল ইসলামের ছেলে মোঃ মাসুদ রানা (২৭), একই এলাকার উত্তর পাড়ার মোঃ ফরিদ মিয়ার ছেলে মোঃ রিপন মিয়া (২৬)। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বুড়িচং থানা পুলিশ বাদী হয়ে মাদক আইনে বৃহস্পতিবার বিকালে থানায় একটি মামলা দায়ের করে। পরে পুলিশ তাদেরকে কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।