Published : Friday, 18 June, 2021 at 12:00 AM, Update: 18.06.2021 1:10:01 AM
সম্প্রতি করোনা কালিন সময়ে ৬জন দলিল লিখকগণের মৃত্যুতে কুমিল্লা সদর দক্ষিণের দলিল লিখক সমিতি, সাব রেজিষ্ট্রার অফিস মরণোত্তর অর্থ প্রদান ২০২১ইং এবং দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কুমিল্লা সদর দক্ষিণ সাব রেজিষ্ট্রার অফিস সভাপতি মনির হোসেন মজুমদার সভাপতিত্বে এবং কুমিল্লা মহানগর ২১নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সদর দক্ষিণ দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক গোলাম মোস্তফা মজুমদার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব ছিদ্দিকুর রহমান,সাধারণ সম্পাদক হাজী মঞ্জু,সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন।সদর দক্ষিণ দলিল লেখক সমিতির,সহ সভাপতি আব্দুল মতিন,যুগ্ন সাধারন সম্পাদক আলী আক্কাছ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন ও অর্থ সম্পাদক হাজি ইসহাক ওবায়দী।আরও উপস্থিত ছিলেন সদর দক্ষিণ সাব রেজিষ্ট্রার অফিসের নকল নবীস সভাপতি মাহামুদুল হাসান পরান ও সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন।
করোনা মহামারিতে মৃত্যুবরণকারী আলহাজ্ব আবদুল জলিল,সুবর্ণপুর।আবদুল আজিজ,গোষাইপুস্কুরনী।জুলফে আলী,বারপাড়া।আলী হোসেন,আলেকদিয়া।মনরুল ইসলাম,কাছিয়াপুকুরিয়া।শাহ আলম,লালবাগ স্মরণে মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে বাংলাদেশ দলিল লেখক সমিতির সাবেক মহা সচিব মরহুম সাদেকুর রহমান এবং বাংলাদেশ দলিল লেখক সমিতির প্রধান উপদেষ্টা কুমিল্লা সদর-৬ আসনের সংসদসদস্য বাহাউদ্দিন বাহার এর জন্য দোয়া করা হয়।
পরিবারের হৃদয়বিদারক ঘটনার কথা উল্লেখ করে গোলাম মজুমদার বলেন, আমি জানি স্বজন হারানোর কষ্ট কতটা।যাদের আমরা হারিয়েছি, তাদের স্মরণ রাখুন এবং দেশের জনগণকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। পারস্পরিক দূরত্ব বজায় রাখুন, মাস্ক ব্যবহার করুন, টিকা নিন এবং সমাজের অসহায়, দুস্থ ও গরিব মানুষকে সহায়তায় সকলকে এগিয়ে আসতে হবে। তিনি সকলকে সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ানোর আহ্বান জানান।