Published : Friday, 18 June, 2021 at 12:00 AM, Update: 18.06.2021 1:10:08 AM
স্টাফ রিপোর্টারঃ আইসিএল গ্রাহদের টাকা ফেরতের দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে আইসিএল কতৃক প্রতারিত গ্রাহক সমিতি। ১৬ জুন বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে আইসিএল কতৃক প্রতারিত গ্রাহক সমিতির আহবায়ক শফিউর রহমান এক লিখিত বক্তব্যে বলেন, রাজধানীর বাংলামোটর একটি বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় দেশে এমএলএম এর নামে পরিচালিত প্রতারণা বাণিজ্যের গডফাদার হিসেবে খ্যাত আইসিএলের ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান এবং তার স্ত্রী শামসুন্নাহার মিনাকে গত ২৬ মে বুধবার গ্রেপ্তার করা হয়েছে। র্যাব গ্রেপ্তারে অভিযান চালিয়ে কুখ্যাত দম্পতিকে আটক করে । গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আদালতে পাঠানো হলে আদালত তাদের জেলহাজতে পাঠায়। ২০ বছরের বেশি সময় ধরে শফিক আইডিয়াল কো অপারেটিভ সোসাইটি লিঃ তথা আইসিএলের ব্যানারে মাসিক সঞ্চয় স্কিম, লক্ষপতি স্কিম, কোটিপতি স্কিম ইত্যাদি মনোহর নামের আড়ালে নানা কর্মসূচি পরিচালনার বাহানায় ৫ লক্ষাধিক সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আমানত গ্রহণ করেছে। তার এই অপকর্মের দোসর হিসেবে ঘনিষ্ঠভাবে যুক্ত রয়েছে শামসুন্নাহার মিনা, শ্যালক কাজী ফখরুলসহ অন্যান্যরা। এইচএনএম শফিকের নামে দেশের বিভিন্ন থানা ও আদালতে শতাধিক মামলা দায়ের হয়েছে। বেশ কিছু মামলায় সে সাজা প্রাপ্ত। কিছু কিছু অভিযোগের প্রেক্ষিতে অন্তত ৫০ টি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
র্যাব কতৃক শফিক আটক হওয়াার ঘটনাটি কে আমরা স্বাগত জানাই। আইন অনুযায়ী তার শাস্তি নিশ্চিত করা হোক। তবে এক্ষেত্রে আইসিএল কর্তৃক প্রতারিত ক্ষতিগ্রস্ত সর্বহারা, মানুষের আতœনাতের আওয়াজটি আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে দেশের জনগণ প্রশাসন, বিচারিক কতৃপক্ষের গোচরে আনতে চাই।
সংবাদ সম্মেলনে আইসিএলের প্রতারিক গ্রাহক সমিতির মনিরুল ইসলাম, হেলাল উদ্দিন, আব্দুল মতিনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় আইসিএলএর প্রতারিত শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন।