ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পল্লবীতে টিসিবির পণ্যসহ গ্রেপ্তার ৩
Published : Saturday, 19 June, 2021 at 12:00 AM
অবৈধভাবে টিসিবির তেল, চিনি ও ডাল বিক্রির অভিযোগে রাজধানীতে তিন জনকে আটক করেছে র‌্যাব।
বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাদের ধরা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এরা হলেন- আবুল কাশেম (৫৩), আরমান (৩৯) ও ইরফান(২১)।
এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৫২ লিটার তেল, ১৫০ কেজি চিনি ও ১০০ কেজি ডাল জব্দ করা হয়।
তারা দীর্ঘদিন যাবত কালোবাজারিতে টিসিবির তেল, চিনি ও ডাল বিক্রয় করে আসছিল প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে বিজ্ঞপ্তিতে জানানো হয়।