ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় করোনার সংক্রমণ উর্দ্ধমুখী
পরিস্থিতি ‘অবহেলা’ করার মত নয়।। আবার চলবে মোবাইল কোর্ট
Published : Friday, 18 June, 2021 at 12:00 AM, Update: 18.06.2021 1:10:52 AM
কুমিল্লায় করোনার সংক্রমণ উর্দ্ধমুখীতানভীর দিপু:
কুমিল্লায় করোনার সংক্রমণ উর্দ্ধমুখী। গত ৩ সপ্তাহের সংক্রমণ শনাক্তের হার বিবেচনায় বিষয়টি বিশেষভাবে নজরদারি করছে জেলা স্বাস্থ্যবিভাগ। জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন জানান, সংক্রমণ শনাক্তের হার বিবেচনায় কুমিল্লায় করোনার সংক্রমণ হার বাড়ছে বলেই দেখা যাচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানিয়েছেন, মাস্ক ব্যবহারের বিষয়য়ে জন সচেতনতামূলক প্রচার-প্রচারণা চলছে। এছাড়া দুই একদিনের মধ্যে স্বাস্থ্যবিধি নিয়ে মোবাইল কোর্টও পরিচালনা শুরু হবে। শীঘ্রই জেলা করোনা প্রতিরোধ কমিটির সভার মধ্য দিয়ে আমরা পরবর্তী করনীয় ঠিক করবো।
জেলা সিভিল সার্জন কার্যলায়ের তথ্য মতে, গতকাল বৃহস্পতিবারও করোনার সংক্রমণ হার ছিলো ১২ দশমিক ৭ শতাংশ। সর্বশেষ ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছেন ৩৭ জন। এছাড়া  করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরো ২ জন। পর্যালোচনায় দেখা গেছে, গত ১০ জুন থেকে গতকাল ১৭ জুন পর্যন্ত গড় সংক্রমন শনাক্তের হার ১৩ দশমিক ৫৪ শতাংশ। এর আগে বুধবার এই সংক্রমণ ছিলো ১৬ দশমিক ৪ শতাংশ।  গত এক সপ্তাহের করোনা সংক্রমন হার- ১৭ জুন-  ১২.৭%, ১৬ জুন ১৬.৪%, ১৫ জুন ১০.৯%, ১৪ জুন ১৬.১%, ১৩ জুন ৮.৫%, ১২ জুন ৯.১%, ১১জুন ১৪.১% , ১০ জুন ৭%। গত এ সপ্তাহে কুমিল্লা জেলায় শনাক্ত হয়েছেন মোট ২২২ জন।
স্বাস্থ্যবিভাগের তথ্য অনুসারে, এপর্যন্ত কুমিল্লায় ১৩ হাজার ২১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১১ হাজার ১১৫ জন। সর্বমোট কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন ৪৫৪ জন।
রোগত্ত্ব ও জনস্বাস্থ্যবিদ ডা. নিসর্গ মেরাজ চৌধুরী আশংকা প্রকাশ করেই জানান, করোনা সংক্রমণে সারা দেশের সূচকও উর্দ্ধমুখী। কুমিল্লার ব্যাপারটিও একই রকম। তাই বলে এই সংক্রমন বৃদ্ধি নিয়ে হেলাফেলা করলে হবে না। আমাদের আরো বেশি সতর্কতা অবলম্বন করা উচিত। আমরা অনেকেই জানি কুমিল্লার সাথে উত্তরবঙ্গের মানুষের যোগাযোগ আছে। সেক্ষেত্রে হঠাৎ করেই করোনা সংক্রমণ যঙদি বেড়ে যায় তাহলে প্রশাসনের কঠোর পদক্ষেপ নিতে হতে পারে। তাই আগে থেকেই সতর্ক হওয়া জরুরি।