ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় করোনায় আরও দুই মৃত্যু, শনাক্ত বেশি সিটিতে
Published : Friday, 18 June, 2021 at 12:00 AM, Update: 18.06.2021 1:11:00 AM
কুমিল্লায় করোনায় আরও দুই মৃত্যু, শনাক্ত বেশি সিটিতেমাসুদ আলম।। কুমিল্লায় একদিনে আরও ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ২১ জন। এদিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন নারীসহ আরও দুইজন। মারা যাওয়া নারী (৪৭) এবং পুরুষ (৭৫) দুইজনই কুমিল্লা বরুড়া উপজেলার বাসিন্দা। তারা করোনা আক্রান্ত হয়েছে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
কুমিল্লা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় প্রাপ্ত ২৯২টি রিপোর্টের মধ্যে নতুন করে আরও ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ২১৫ জনের। তাদের মধ্যে সুস্থ হয়েছে ১১ হাজার ১১৫জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বৃহস্পতিবার দুইজনসহ জেলায় মোট ৪৫৪ জন মারা গেছেন।
কুমিল্লা সিভিল সার্জন অফিস সূত্রে আরও জানা যায়, গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ৩৭জনের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ২১জন। এছাড়া আদর্শ সদর উপজেলা চার জন, সদর দক্ষিণ, চান্দিানা, দেবিদ্বার, নাঙ্গলকোট ও বরুড়ায় একজন করে, বুড়িচং তিনজন, তিতাস ও হোমনায় দুইজন করে।
এদিকে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ৩৫ জন করোনা থেকে সুস্থ হয়েছে। এনিয়ে জেলা ১১ হাজার ১১৫ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।