ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আগামী মার্চে শুরু হবে দেশের প্রথম পাতাল মেট্রোরেলের কাজ
Published : Saturday, 19 June, 2021 at 12:00 AM
আগামী বছরের মার্চে ঢাকায় প্রথম পাতাল মেট্রোরেল নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক। শুক্রবার (১৮ জুন) বাংলা ট্রিবিউনকে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমরা এরই মধ্যে জানিয়েছি, আগামী বছরের মার্চে পাতাল মেট্রোরেলের কাজ শুরু হবে। ২০২৬ সালে পাতাল মেট্রোরেলে যাত্রী পরিবহন করার পরিকল্পনা রয়েছে।’
উল্লেখ্য, সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী, মেট্রোরেল রুট-১ এর আওতায় প্রায় ৩১ দশমিক ২৪১ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল নির্মাণ কাজের উদ্যোগ নেওয়া হয়। এ রুটে থাকছে দু’টি অংশ। প্রথম অংশ বিমানবন্দর থেকে কমলাপুর রেলস্টেশন এবং দ্বিতীয় অংশ নতুন বাজার থেকে পূর্বাচল ডিপো পর্যন্ত।
এমএএন ছিদ্দিক বলেন, ‘বিমানবন্দর রুটে ১৯ দশমিক ৮৭২ কিলোমিটার বাংলাদেশের প্রথম পাতাল রেল বা আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল নির্মিত হবে। এতে আন্ডারগ্রাউন্ড স্টেশন হবে ১২টি। আর পূর্বাচল রুটের আয়তন হবে ১১ দশমিক ৩৬৯ কিলোমিটার। এর স্টেশন হবে ৯টি। এ রুটটি  উড়াল হিসেবে নির্ধারণ করা হয়েছে।  এতে ব্যয় ধরা হয়েছে ৫২ হাজার ৫৬১ কোটি টাকা।’