বিধিনিষেধের মধ্যে বিয়ে, দুই কমিউনিটি সেন্টারকে জরিমানা
Published : Saturday, 19 June, 2021 at 12:00 AM
করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ লঙ্ঘন করে বিয়ের আয়োজন করায় চট্টগ্রামে দুইটি কমিউনিটি সেন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়ায় নন্দন পার্ক ও তাজ পার্ক নামের দুইটি কমিউনিটি সেন্টারে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সহকারী কমিশনার তাহমিনা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধে এ কমিউনিটি সেন্টার দুইটিতে বিয়ের আয়োজন করা হয়েছিল।
বৃহস্পতিবার রাত থেকে থেকে রান্নার আয়োজন করা হয়েছিল জানিয়ে তিনি বলেন, “বিয়ে আয়োজনের খবর পেয়ে সকালে কমিউনিটি সেন্টার দুইটিতে অভিযান পরিচালনা করা হয়।
“দুইটি কমিউনিটি সেন্টারকে সাত হাজার করে ১৪ হাজার টাকা জরিমানা করে বিধিনিষেধের এ ধরনের আয়োজন থেকে বিরত থাকতে বলা হয়েছে।”