ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় একদিন আক্রান্ত আরো ২৭ জন
স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান
Published : Saturday, 19 June, 2021 at 12:00 AM, Update: 19.06.2021 1:27:15 AM
কুমিল্লায় একদিন আক্রান্ত আরো ২৭ জনতানভীর দিপু: কুমিল্লায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরো ২৭ জন। গত ২৪ ঘন্টায় জেলায় করোনা শনাক্তের হার ১২ দশমিক ৯ শতাংশ। এসময়ের মধ্যে করোনা ভাইরাস মুক্ত হয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ৪০ জন। গত ২৪ ঘন্টায় কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায় নি বলে তথ্য দিয়েছে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে, কুমিল্লায় সর্বমোট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৩ হাজার ২৪২ জন এবং সুস্থ হয়েছেন ১১ হাজার ১৫৫ জন। সর্বমোট মৃত্যুর সংখ্যা ৪৫৪ জন। প্রতিদিনের রিপোর্ট পর্যালোচনায় দেখা গেছে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকাতেই সংক্রমণ শনাক্তের সংখ্যা বেশি। সংশ্লিষ্টরা বলছেন, সিটিতে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার সংখ্যা বেশি বলেই শনাক্তের সংখ্যা বেশি ধরা পরছে। তবে যেহেতু এখন ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমনের আশংকা রয়েছে সেক্ষেত্রে করোনার যে কোন উপসর্গ দেখা দিলেই নমুনা পরীক্ষা জরুরী।
এদিকে জেলায় করোনার সংক্রমণ উর্দ্ধমুখী বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্যবিভাগের প্রধান সিভিল সার্জন মীর মোবারক হোসাইন। গত কয়েক সপ্তাহের সংক্রমণ শনাক্তের হার বিবেচনায় কুমিল্লা জেলায় করোনার প্রকোপ বাড়ছে বলেই মনে করছেন তিনি। এব্যাপারে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই সতর্ক আছেন বলেও জানান তিনি।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, কুমিল্লার করোনা পরিস্থিতি বিবেচনায় আগামীকাল(রবিবার) জেলা করোনা প্রতিরোধ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখান থেকে পরবর্তী করনীয় নির্ধারণ করা হবে। তবে মাস্ক ব্যবহার নিশ্চিতে আবারো মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ নেয়া হচ্ছে।