ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পুলিশের এসআই পদে নিয়োগ পেলেন কুমিল্লার ৪৫ জন
Published : Saturday, 19 June, 2021 at 12:00 AM, Update: 19.06.2021 1:27:24 AM
পুলিশের এসআই পদে নিয়োগ পেলেন কুমিল্লার ৪৫ জনস্টাফ রিপোর্টার।। বাংলাদেশ পুলিশের ৩৮তম ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পেয়েছেন কুমিল্লা জেলার ৪৫ জন। সোমবার (১৪ জুন) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এক বছরব্যাপি তাদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়। তোফায়েল আহমেদ তোফু নামে একজন নিয়োগপ্রাপ্ত পুলিশ অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিয়োগপ্রাপ্ত বুড়িচং থানার তোফায়েল আহমেদ তোফু দৈনিক কুমিল্লার কাগজকে জানান, ‘দীর্ঘ ১ বছর অক্লান্ত পরিশ্রম আর ধৈর্যের মিশেলে মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত করি। দেশের সংবিধানকে সাক্ষী রেখে দেশসেবা ও দেশপ্রেমের যে শপথ গ্রহণ করেছি, নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের বিনিময়ে হলেও সে শপথের অঙ্গীকার রক্ষার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুজিব বর্ষের অঙ্গীকারকে মনে ধারণ ও লালন করে যেন জনতার পুলিশ হয়ে মানুষের সেবা করতে পারি সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।'
যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের মধ্যে- কুমিল্লার কোতোয়ালি থানা থেকে ১ জন, সদর দক্ষিণ থানা থেকে ১ জন, চৌদ্দগ্রাম থানা থেকে ৪ জন, বুড়িচং থানা থেকে ৮ জন, ব্রাহ্মণপাড়া থানা থেকে ৭ জন, চান্দিনা থানা থেকে ৪ জন, বরুড়া থানা থেকে ৩ জন, নাঙ্গলকোট থানা থেকে ২ জন, দাউদকান্দি থানা থেকে ২ জন, হোমনা থানা থেকে ১ জন, তিতাস থানা থেকে ২ জন, দেবিদ্ধার থানা থেকে ৪ জন, মুরাদনগর থানা থেকে ৩ জন, বাঙ্গরা বাজার থানা থেকে ২ জন ও লালমাই থানা থেকে ১ জন রয়েছেন।
উল্লেখ, ৩৮ তম ক্যাডেট এস আই ব্যাচের প্রশিক্ষণ সর্বমোট ১২৯১ জনকে নিয়ে ২০২০ সালের ১৫ জুন শুরু হয়ে ১৪ জুন ২০২১ এ শেষ হয়। চলতি মাস থেকেই তারা পুলিশের বিভিন্ন থানা ও ইউনিটে শিক্ষানবিশ এসআই হিসেবে দায়িত্ব পালন করবেন।