ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ঘের থেকে মাছ আনতে গিয়ে প্রাণ গেলো তরুণীর
Published : Saturday, 19 June, 2021 at 12:00 AM, Update: 19.06.2021 1:27:57 AM
ঘের থেকে মাছ আনতে গিয়ে প্রাণ গেলো তরুণীরনিজস্ব প্রতিবেদক: মাছের ঘের থেকে মরা মাছ আনতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক তরুণীর। গতকাল বিকেল ৩টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৩নং দূগাপুর ইউনিয়নের রাজাপুর পশ্চিমপাড়া মমিন সর্দারের বাড়ির পিছনে এঘটনা ঘটে। নিহত তরুণীর নাম পপি আক্তার (২২)। তিনি একই এলাকার নুরু মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিজের বাড়ি থেকে একটু দূরে অবস্থিত আলী মিয়ার ঘেরে মরা মাছ ভাসতে দেখে তা আনতে যায় পপি। পানি স্পর্শ করা মাত্রই বিদ্যুতায়িত হন তিনি। ছটফট করতে দেখে প্রতিবেশীরা উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকলে কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকসৎক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশীরা জানায়, পার্শ্ববর্তী বাড়ির একটি বৈদ্যুতিক সংযোগ ঘেরের পানিতে পড়ে থাকায় পুরো ঘেরের পানিই বিদ্যুতায়িত হয়ে থাকে। যে কারণে পপি পানির সংস্পর্শে আসার সাথে সাথে বিদ্যুতায়িত হন।
আরো জানা যায়, নিহত পপি গাইবান্ধা জেলার বাসিন্দা। তবে পরিবারসহ দীর্ঘদিন ভাড়া থাকেন তিনি। চান্দিনা উপজেলার পেন্নাইয়ে কয়েকবছর পূর্বে তার বিয়ে হয়। তবে এক বছর পূর্বে স্বামী রেখে চলে গেলে নুরু মিয়ার বাড়িতেই পরিবারের সাথে থাকেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে ৩ নং দূর্গাপুর (দক্ষিণ) মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো: আমিনুল হক বলেন, এলাকাবাসীর মাধ্যমে তরুণীর মৃত্যুর খবর জেনেছি। তবে কিভাবে মারা গেছে সে বিষয়ে অবগত নই।