ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
শাহীন আলম
Published : Saturday, 19 June, 2021 at 6:23 PM
দেবিদ্বারে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কুমিল্লার দেবিদ্বারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে, বালিকা (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান।  
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার ৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি। বক্তব্যে তিনি বলেন, দেবিদ্বার উপজেলা সব সময়ই ক্রীড়াপ্রেমী। দেশের বিভিন্ন প্রান্তে যার সুনাম রয়েছে। মাদক ও সন্ত্রাসমুক্ত নতুন প্রজম্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প কিছু নেই। আমি চাই, খেলাধুলার মাধ্যমে আমাদের দেবিদ্বার অনেক দূর এগিয়ে যাবে।    
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান। দেবিদ্বার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ময়নাল হোসেন ভিপি’র পরিচালনায়  বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে, বালিকা (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলায়  দেবিদ্বার পৌরসভার মফিজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়কে ০-২ গোলে পরাজিত করে চ্যাম্পয়ান হয় ধামতি ইউনিয়নের দুয়ারিয়া এজি মডেল একাডেমি। 
অন্যদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক (অনূর্ধ্ব-১৭) বরকামতা ইউনয়নকে ০-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হয় বড়শালঘর ইউনিয়ন। পরে প্রধান অতিথি রাজী মোহম্মদ ফখরুল এমপি খেলোয়াড়দের মাঝে গোল্ড ট্রফি ও মেডেল পুরস্কার বিতরণ করেন।
ধারাভাষ্যকার রাশেদুল আলামিনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মো. আবুল কাশেম ওমানী, সাবেক এলজিআরডি ইঞ্জি. নুরুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন রাজু, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম,   পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান সুমন, আওয়ামীলীগ নেতা মো. আবদুল কাইয়ূম ভূইয়া,  উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. ইকবাল হোসেন রুবেল, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের  সদস্য মো. সাদ্দাম হোসেন প্রমুখ।