ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লাশ দেখতে গিয়ে লাশ হলেন বৃদ্ধ
Published : Saturday, 19 June, 2021 at 7:42 PM
লাশ দেখতে গিয়ে লাশ হলেন বৃদ্ধনাটোরের বড়াইগ্রামে আত্মীয়ের লাশ দেখতে যাবার পথে সড়ক দুর্ঘটনায় আবু তালেব (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার দুপুরে উপজেলার মাঝগাঁও ইউনিয়ন পরিষদ এলাকার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে আম বোঝাই ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে।

নিহত আবু তালেব পাবনা জেলার চাটমোহর উপজেলার হাণ্ডিয়াল গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। আহতরা হলেন- একই পরিবারের রোকেয়া বেগম (৬৫), রাবেয়া পারভীন (৪২) ও বড়াইগ্রামের ফুলবতী গ্রামের রানা আহমেদ (৩০)।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলা আনসার-ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিকা বেগম (৬৫) মারা যান। শনিবার দুপুরে আবু তালেব নিহতের লাশ দেখার উদ্দেশে অন্যদের নিয়ে প্রাইভেটকারে বনপাড়া যাচ্ছিলেন। পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের লাথুরিয়া এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের চার যাত্রীই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বনপাড়া আমেনা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবু তালেব মারা যান।

বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক মখলেছুর রহমান বলেন, চালক-হেলপার পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।