গাজীপুরের শ্রীপুরের মাওনায় একটি বাসায় আগুন লেগে মা সোনিয়া আক্তার (২৮) এর মৃত্যু হয়েছে। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় আড়াই বছরের শিশু হুমাসাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৯ জুন) সকালে এ ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঐ বাসা থেকে দু’জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। এরপর উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নেওয়া হলে মা সোনিয়াকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
তিনি বলেন, সোনিয়া তার স্বামী সন্তান নিয়ে মাওনার এনসি বাজারের পাশে একটি ৫ম তলা ভবনের থাকতেন। তার স্বামী গোলাম মোস্তফা রুবেল একটি প্রাইভেট ফার্মে চাকরি করেন। স্বামী ভোরে তার কর্মস্থলে চলে যায়।
তিনি আরও বলেন, এরপর সোনিয়া চুলায় দুধ বসিয়ে সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। পরে কীভাবে যেন রুমে আগুন লেগে যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন সন্তানসহ সোনিয়াকে উদ্ধার করেন।
সোনিয়াদের গ্রামের বাড়ি বাগেরহাট সদর উপজেলায়। তার বাবা মৃত অবসরপ্রাপ্ত সেনা সদস্য শেখ আবুল খায়ের। তার স্বামী বাড়িও একই উপজেলায়।
বার্ন ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানিয়েছেন, শিশুটির শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে আইসিইউতে রাখা হয়েছে।