ইউরো ২০২০ চলে এসেছে প্রথম পর্বের শেষের দিকে। এরই মধ্যে ইউরো গড়ে ফেলেছে এক রেকর্ড। ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা রোমেলু লুকালু নন, সর্বোচ্চ গোলদাতার দৌড়ে এগিয়ে আছে—আত্মঘাতী গোল! ইউরোতে এবার যত আত্মঘাতী গোল হয়েছে, ইউরোর গোটা ইতিহাসেই এক টুর্নামেন্টে এতগুলো আর কখনোই হয়নি। ২০১৬ ইউরোতে সর্বোচ্চ ৩টি আত্মঘাতী গোল দেখেছিল বিশ্ব। এবার প্রথম পর্ব শেষ হওয়ার আগেই ৬টি আত্মঘাতী গোল হয়ে গেছে। এবারের ইউরোর শুরুটাই হয়েছে আত্মঘাতী গোল দিয়ে। এমন দুর্ভাগ্যে পড়া প্রতিটি দলই দেখেছে হারের মুখ। পর্তুগাল এ জায়গায় সবার চেয়ে এগিয়ে। এক ম্যাচেই দুটি আত্মঘাতী গোলের শিকার দলটি। ছবিতে এক নজরে দেখে নিন এবারের ইউরোয় এখনো পর্যন্ত হওয়া আত্মঘাতী গোলগুলো...
১ / ৭
এটা কী হলো? নিজেদের জালেই বল ঢুকিয়ে দিলেন ফিনল্যান্ডের লুকাস রেডেকি!
এটা কী হলো? নিজেদের জালেই বল ঢুকিয়ে দিলেন ফিনল্যান্ডের লুকাস রেডেকি!ছবি: রয়টার্স
২ / ৭
রুবেন দিয়াস গোল করে বেশ অসন্তুষ্ট। গোলটা যে আত্মঘাতী ছিল, সেটা বেশির ভাগ লোকই বুঝতে পারেননি। রুবেনের সামনে থাকা জার্মানির কাই হাভার্টজও যেন বিভ্রান্ত।
রুবেন দিয়াস গোল করে বেশ অসন্তুষ্ট। গোলটা যে আত্মঘাতী ছিল, সেটা বেশির ভাগ লোকই বুঝতে পারেননি। রুবেনের সামনে থাকা জার্মানির কাই হাভার্টজও যেন বিভ্রান্ত।ছবি: রয়টার্স
৩ / ৭
জার্মানির বিপক্ষে আবারও আত্মঘাতী গোল! এবার গোলদাতা রাফায়েল গেরেইরো।
জার্মানির বিপক্ষে আবারও আত্মঘাতী গোল! এবার গোলদাতা রাফায়েল গেরেইরো। ছবি: রয়টার্স
৪ / ৭
কে জানত ভয়চেক সেজনির এমন বাজে অভিজ্ঞতা হবে? ম্যাচের ১৮ মিনিটে আত্মঘাতী গোল করে নিজেও যেন বোকা বনে গেলেন পোল্যান্ডে গোলকিপার। আর এই গোলের পর এভাবেই উদ্যাপনে ব্যস্ত হয়ে পড়লেন চেক প্রজাতন্ত্রের ফুটবলাররা।
কে জানত ভয়চেক সেজনির এমন বাজে অভিজ্ঞতা হবে? ম্যাচের ১৮ মিনিটে আত্মঘাতী গোল করে নিজেও যেন বোকা বনে গেলেন পোল্যান্ডে গোলকিপার। আর এই গোলের পর এভাবেই উদ্যাপনে ব্যস্ত হয়ে পড়লেন চেক প্রজাতন্ত্রের ফুটবলাররা। ছবি: রয়টার্স
৫ / ৭
তুরস্কের মেরি ডেমিরাল নিজেও বুঝতে পারেননি বলটা জালে জড়াবে। ইতালির বিপক্ষে এ আত্মঘাতী গোলেই শুরু তুরস্কের সর্বনাশ।
তুরস্কের মেরি ডেমিরাল নিজেও বুঝতে পারেননি বলটা জালে জড়াবে। ইতালির বিপক্ষে এ আত্মঘাতী গোলেই শুরু তুরস্কের সর্বনাশ। ছবি: রয়টার্স
৬ / ৭
আত্মঘাতী গোলের হতাশার কোনো সান্ত্বনা নেই
আত্মঘাতী গোলের হতাশার কোনো সান্ত্বনা নেইছবি: রয়টার্স
৭ / ৭
জার্মানির ম্যাট হামেলস কেবল দ্বিতীয় জার্মান ফুটবলার হিসেবে করে বসলেন আত্মঘাতী গোল। সে গোলেই ফ্রান্স হারিয়েছে জার্মানদের। সে রাতে হামেলস কীভাবে ঘুমিয়েছিলেন কে জানে!
জার্মানির ম্যাট হামেলস কেবল দ্বিতীয় জার্মান ফুটবলার হিসেবে করে বসলেন আত্মঘাতী গোল। সে গোলেই ফ্রান্স হারিয়েছে জার্মানদের। সে রাতে হামেলস কীভাবে ঘুমিয়েছিলেন কে জানে! ছবি: রয়টার্স