ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে করোনায় জনসচেতনতা বাড়াতে আবারও মাঠে ওসি
শাহীন আলম
Published : Tuesday, 22 June, 2021 at 9:09 PM
দেবিদ্বারে করোনায় জনসচেতনতা বাড়াতে আবারও মাঠে ওসিকরোনা সংক্রমণের উর্ধ্বমুখীতে দেবিদ্বারবাসীকে সচেতন করতে আবারও মাঠে নেমেছে দেবিদ্বার থানা পুলিশ। বিনামাস্কে অনেকেই বাসা থেকে বের হচ্ছেন। কাঁচাবাজার, বিপণি বিতানগুলোতে যাতায়াতকারীরা সামাজিক দূরত্ব বজায় রাখা তো দূরের কথা, বেশিরভাগের মুখে মাস্ক নেই। মাস্ক ব্যবহার না করার নানা অজুহাত দিচ্ছেন তারা। এ কারণে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সারাদেশের দেশের ন্যায় মাঠে কাজ করছে দেবিদ্বার থানা পুলিশ।

মঙ্গলবার (২২জুন) বিকাল সাড়ে ৪টার দিকে অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমানের নেতৃত্বে হঠাৎই অভিযানে নামে একদল পুলিশ। এসময় নিউমার্কেট মুক্তিযোদ্ধা চত্ত্বরসহ বিভিন্ন দোকানপাটে যারা মাস্ক পড়েননি তাদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য ও মাস্ক বিতরণ করেন তিনি।  এসময় তিনি সাংবাদিকদের বলেন, জনগণকে সচেতন করতেই কুমিল্লা জেলা পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী আমাদের এই সচেতনতামূলক কার্যক্রম চলছে। আমরা চাই জনগণ সচেতন হোক। বাসা থেকে বের হলেই মাস্ক ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে। জোর করে নয়, জনগণকে উদ্বুদ্ধ করতেই মাঠে কাজ করছি। ইতোমধ্যে ৭টি জেলা লকডাউন ঘোষনা করা হয়েছে আমরা চাই এ কুমিল্লাকে করোনামুক্ত রাখতে। এ জন্য আমাদের সকলকে সচেতন হতে হবে। 

এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছমিউদ্দিন, উপপরিদর্শক মো. আলমগীর হোসেন, মো. সোহরাব হোসেন ভূইয়া, এএসআই মো. আলআমিন, সাংবাদিক ফখরুল ইসলাম সাগর প্রমুখ।