ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পাকিস্তানের ব্যাটিং কোচের চাকরি ছাড়লেন ইউনিস খান
Published : Tuesday, 22 June, 2021 at 9:21 PM
পাকিস্তানের ব্যাটিং কোচের চাকরি ছাড়লেন ইউনিস খানখেলোয়াড়ি জীবনের ইতি টেনেছেন আগেই। তবে অন্য ভূমিকায় আবার পাকিস্তান দলে যুক্ত হয়েছিলেন ইউনিস খান। ২২ গজে নিজের অভিজ্ঞতা বর্তমান দলে ছড়িয়ে দিতে নিয়েছিলেন পাকিস্তানের ব্যাটিং কোচের দায়িত্ব। দুই বছরের চুক্তিতে রোমাঞ্চকর যাত্রার ছিল প্রত্যাশা। কিন্তু কয়েক মাস টিকলো সেই যাত্রা। ‘বিচ্ছেদ’ হয়ে গেছে পাকিস্তান ও ইউনিসের!

পাকিস্তানের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ইউনিস। আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুই বছরের চুক্তিতে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালনের কথা থাকলেও ‘সমঝোতার’ মাধ্যমে চুক্তি বাতিল করেছে দুই পক্ষ।

গত বছর ইংল্যান্ডের বিপক্ষে ‘পার্ট টাইম’ ব্যাটিং কোচের দায়িত্ব সামলানোর পর নিউজিল্যান্ড সফর থেকে স্থায়ী নিয়োগ পান সাবেক এই অধিনায়ক। ওই সফরে পাকিস্তান বাজেভাবে হারলেও ঘরের মাঠের দক্ষিণ আফ্রিকা সিরিজে দুই ম্যাচের টেস্ট ২-০তে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি ২-১ ব্যবধানে জেতে পাকিস্তান। এরপর একই দলের বিপক্ষে অ্যাওয়ে সিরিজেও সাফল্য পায় বাবর আজমরা। ব্যাটিং কোচ হিসেবে ইউনিসের শেষ সিরিজ হয়ে থাকলো এপ্রিল-মে’র জিম্বাবুয়ে সফর। যেখানে টি-টোয়েন্টি ২-১ ব্যবধানে জেতার পাশাপাশি দুই টেস্টেই ইনিংস ব্যবধানে জিতেছিল পাকিস্তান।

অর্থাৎ, ইউনিসের কোচিংয়ে ব্যাটিংয়ে উজ্জ্বলতা ছড়াচ্ছিলেন বাবর আজমরা। তাহলে হঠাৎ করে কেন দায়িত্ব ছাড়লেন তিনি? পিসিবি কারণ ব্যাখ্যা না করলেও সংস্থাটির প্রধান নির্বাহী ওয়াসিম খান জানিয়েছেন, দুই পক্ষের সমঝোতায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিসিবি থেকে দেওয়া বিবৃতিতে ওয়াসিম বলেছেন, ‘ইউনিস খানের মতো বিশেষজ্ঞ ও অভিজ্ঞকে হারানো অনেক বড় ক্ষতির। বেশ কয়েকটি বৈঠকের পর দুই পক্ষ সিদ্ধান্ত নিয়েছে আলাদা হয়ে যাওয়ার।’

ইউনিস সরে দাঁড়ানোয় প্রধান কোচ মিসবাহ-উল-হকের দায়িত্ব আরও বাড়লো। ইউনিসকে ছাড়া তাদের যেতে হবে ইংল্যান্ড সফরে। এই সফরে ইংলিশদের বিপক্ষে তিন ওয়ানডে ও সমান টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান