ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইউরোর সেমিফাইনাল-ফাইনালে ৬০ হাজারের বেশি দর্শক
Published : Tuesday, 22 June, 2021 at 9:23 PM
ইউরোর সেমিফাইনাল-ফাইনালে ৬০ হাজারের বেশি দর্শকইংলিশদের জন্য খুশি খবর, ওয়েম্বলিতেই হচ্ছে নকআউট পর্বের গুরুত্বপূর্ণ তিনটি ম্যাচ। আর সেটাও দর্শকদের চিৎকার-উন্মাদনায়। ইউরোর সেমিফাইনাল ও ফাইনালে গ্যালারিতে থাকবেন ৬০ হাজারেরও বেশি দর্শক।

হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় তিল ধারণের জায়গা নেই। ‘ফুলপ্যাক’ গ্যালারিতে ইউরো উত্তেজনা যেন আরও বাড়িয়ে দিচ্ছে। অথচ করোনাভাইরাস শঙ্কায় ইংল্যান্ডের ওয়েম্বলিতে সীমাবদ্ধতা। যেখানে হবে ইউরোর দুই সেমিফাইনাল ও ফাইনাল। তাই ওয়েম্বলি থেকে উত্তেজনায় ঠাসা তিনটি ম্যাচ সরিয়ে নেওয়ার আলোচনা চলছিল। তবে লন্ডনেই হচ্ছে ইউরোর শিরোপা নিষ্পত্তি।

আজ (মঙ্গলবার) যুক্তরাজ্য সরকার দুই সেমিফাইনাল ও ফাইনালে ৭৫ শতাংশ দর্শক উপস্থিতি বাড়ানোর অনুমতি দিয়েছে। ম্যাচ তিনটি হবে যথাক্রমে ৬, ৭ ও ১১ জুলাই। যুক্তরাজ্যের করোনাভাইরাস পরিস্থিতি ভালো না হলেও এই সিদ্ধান্ত ফুটবল উন্মাদনায় বাড়তি রসদ যোগ করছে। গত ১৫ মাসের হিসাবে ওয়েম্বলির ম্যাচ তিনটি নতুন ইতিহাস লিখতে যাচ্ছে।

আজ (মঙ্গলবার) রাতে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচ দিয়ে ওয়েম্বলির গ্রুপ পর্বের অধ্যায় শেষ হচ্ছে। এই ম্যাচে সাড়ে ২২ হাজার দর্শক থাকার কথা। তবে ব্রিটিশ সরকারের ৭৫ শতাংশ দর্শকের অনুমতির মাধ্যমে আরও ৪০ হাজার দর্শক বেশি থাকবে দুই সেমিফাইনাল ও ফাইনালে।

দর্শক বাড়ানোর সবুজ সংকেত মিললেও আছে শর্ত। ইউরোর সেমিফাইনাল ও ফাইনাল দেখতে হলে দর্শকদের করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ হতে হবে কিংবা দুই ডোজ টিকা নেওয়ার সনদ লাগবে, এবং সেটাও ম্যাচ সূচির ১৪ দিন আগে। ব্রিটিশ সরকারের সংস্কৃতি বিভাগ জানিয়েছে, ‘টিকিট অধিকারী সব ব্যক্তির জন্য কিছু সীমাবদ্ধতা আছে, যেমন কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ হতে হবে কিংবা দুই ডোজ টিকা নেওয়া থাকতে হবে এবং সেটা ম্যাচ সূচির ১৪ দিন আগে।’