কুমিল্লায় করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সরকারের নির্দেশনা বাস্তবায়ন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও মাস্ক পরিধানে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার নগরীর কান্দিরপাড় পূবালী চত্তর, ভিক্টোরিয়া কলেজ মোড়, ঝাউতলা, রামঘাটলাসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের ৫টি টিম অভিযান পরিচালনা করছেন।
ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ মারুফ হাসান, নাসরিন সুলতানা রিপা, ফাহিমা বিনতে আখতার, মাহমুদুল হাসান রাসেল, অমিত দত্ত।
এসময় আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা করেন পুলিশ বিভাগের সদস্যরা।