ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা বা আইআরআইবি’র বিভিন্ন ওয়েবসাইট বন্ধের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র মত প্রকাশের স্বাধীনতা হরণের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে।
তিনি আরও বলেন, ইরানি ওয়েবসাইট বন্ধের মার্কিন এই পদক্ষেপ গণমাধ্যমের মত প্রকাশ ও বাক স্বাধীনতা হরণের পদ্ধতিগত প্রচেষ্টার বড় উদাহরণ। আন্তর্জাতিক অঙ্গনে এসব গণমাধ্যমের স্বাধীনচেতা কণ্ঠকে স্তব্ধ করতে চায় আমেরিকা।
খতিবজাদে বলেন, মার্কিন দ্বিমুখী নীতি সত্যিই লজ্জাজনক। আসলে বর্তমান মার্কিন প্রশাসন পূর্ববর্তী প্রশাসনের পথ পুরোপুরি অনুসরণ করেছে এবং তাদের এ ধরণের নীতি ওয়াশিংটনের জন্য আরও পরাজয় ডেকে আনবে। ইরান আমেরিকার এই অবৈধ ও প্রতারণামূলক পদক্ষেপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে বলে তিনি জানান।
মার্কিন সরকার গতরাতে ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভি ও আরবি ভাষার নিউজ চ্যানেল আল আলমের ওয়েবসাইটসহ বেশ কয়েকটি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে।
তবে প্রেস টিভি ও আল আলম দ্রুততম সময়ের মধ্যে ডটকম-এর পরিবর্তে ডটআইআর ডোমেইন ব্যবহার করতে শুরু করে। এর ফলে সারা বিশ্বের দর্শক, শ্রোতা ও পাঠকের কাছে নিজেদের বার্তা ও সংবাদ পৌঁছে দিতে এসব গণমাধ্যমের সমস্যা হচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য সফল হয়নি।