গানের ভুবনে যুবরাজখ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর এবং গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু স্বনামে পরিচিত ও জনপ্রিয়। ২০০১ সালে ‘ও প্রিয়া তুমি কোথায়’ নামে সাউন্ডটেক থেকে একটি একক গানের অ্যালবাম প্রকাশ হয়েছিল। যে অ্যালবামের প্রতিটি গানই পেয়েছিল আকাশচুম্বী জনপ্রিয়তা।
গানগুলোতে কণ্ঠ দিয়ে সংগীত তারকায় পরিণত হন আসিফ আকবর। অ্যালবামের সব গানের কথা, সুর ও সংগীত করেন ইথুন বাবু।
তবে জনপ্রিয় এই সংগীত জুটি নানা কারণে আলাদা হয়ে যান এক সময়। তবে মান-অভিমান অতিক্রম করে আবারো তারা গানের ভুবনে একত্রে কাজ শুরু করেন ২০১৯ সালে। মাঝে মধ্যেই তখন থেকে তাদের যৌথ রসায়নে আসতে থাকে নতুন গান। যে প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমে সংগীতাঙ্গনে সফলতা পান তারা সেই সাউন্ডটেকের ব্যানারে ১২ বছর পর গান করেছেন তারা। গানের শিরোনাম ‘একা’। ইথুন বাবুর কথা, সুর ও সঙ্গীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর।
এ প্রসঙ্গে তিনি বলেন, আমার চেয়ে বেশি খুশি আর কেউ হয়নি। আলহামদুলিল্লাহ। সাউন্ডটেক আমাদের ভালোবাসা। বাবুল ভাই এবং বাবু ভাইয়ের জন্য শুভকামনা।
নতুন এই গান তৈরি প্রসঙ্গে ইথুন বাবু বলেন, সাউন্ডটেক আমার ঘর। ঘরে ফেরার আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন। ধন্যবাদ বাবুল ভাইকে। আর আসিফ- ও তো গানের যুবরাজ। আসিফ আর আমার কাজে একটু ভিন্নতা তো থাকবেই। বাকিটা শ্রোতারা বিবেচনা করবেন।
নতুন এই গানটি শিগগিরই সাউন্ডটেকের ব্যানারে প্রকাশ পাবে বলে জানা গেছে।