ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আম্পায়ারের সিদ্ধান্তে মাহমুদউল্লাহর ‘গড়াগড়ি’
Published : Wednesday, 23 June, 2021 at 8:27 PM
আম্পায়ারের সিদ্ধান্তে মাহমুদউল্লাহর ‘গড়াগড়ি’সাকিব আল হাসানের স্টাম্প-কাণ্ডের পর মিরপুরে আরেক ঘটনা। ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে হতাশ মাহমুদউল্লাহ মাঠে ‘গড়াগড়ি’ করে শিশুসুলভ আচরণ করলেন! আজ (বুধবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের বিপক্ষে গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক মাহমুদউল্লাহর আচরণ ছিল বিস্ময়কর।

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে অলক কাপালির কাছেই মূলত হেরেছে গাজী গ্রুপ। তিনি যখন ক্রিজে আসেন, তখনও প্রাইম ব্যাংকের জয়ের জন্য ২৮ বলে প্রয়োজন ৩৯ রানের। কাপালির সঙ্গে উইকেটে থাকা নাহিদুল বাদে প্রতিষ্ঠিত কোনও ব্যাটসম্যান নেই। ম্যাচ জয়ের সুযোগ ছিল গাজী গ্রুপেরও। কিন্তু মাহমুদউল্লাহর পরের ওভারে নাহিদুলের দুই ছক্কা ও শেষে কাপালির দুর্দান্ত ফিনিশিংয়ে প্রাইম ব্যাংক ম্যাচ নিজেদের করে নেয়।

অথচ এই কাপালিকে ফেরানোর সুযোগ এসেছিল মাহমুদউল্লাহদের। নাসুম আহমেদের শর্ট বল হালকা টার্ন করে উইকেটকিপারের গ্লাভসে যায়। স্লিপে থাকা মাহমুদউল্লাহ আবেদন করতে করতে এগিয়ে আসেন, আর কভার থেকে আরিফুল আবেদন করে সাড়া না পাওয়ায় অবাক। উইকেটকিপার আকবর আলী আম্পায়ারের ঠিক সামনে। তাদের আবেদন যেন থামছেই না! মিড উইকেটে থাকা জাকের আলী হাঁটু মুড়ে বসে। নাসুমও তাই। এত সব কিছুর মধ্যে আম্পায়ার মাহফুজুর রহমান লিটু ছিলেন নীরব। কট বিহাইন্ডের আবেদন শুরুতেই নাকচ করার পর গাজী গ্রুপের জোরালো আবেদনেও সিদ্ধান্ত পাল্টায়নি তার।

হতাশ মাহমুদউল্লাহ এরপর শিশুসুলভ কাণ্ড করলেন। পাশের উইকেটে দুইবার ঘুষি দিলেন। গড়াগড়ি খেলেন ২২ গজে! সিদ্ধান্ত কোনোভাবেই মানতে পারছিলেন না মাহমুদউল্লাহ। নিজের ফিল্ডিং পজিশনে গিয়ে মাথায় হাত দিয়ে বসে রইলেন। আম্পায়ার খেলা চালানোর জন্য বললেও তার ভ্রুক্ষেপ নেই। কয়েক মিনিট বিরতির পর মাহমুদউল্লাহ উঠে দাঁড়ান, এরপরই শুরু হয় ম্যাচ। অভিজ্ঞ এই ক্রিকেটারের অদ্ভুত অঙ্গভঙ্গি জন্ম দিয়েছে বিস্ময়ের।