ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এবার আসছে শহীদের ‘বোকা বাক্স’
Published : Wednesday, 23 June, 2021 at 8:33 PM
এবার আসছে শহীদের ‘বোকা বাক্স’২০১০ সালে ‘এক জীবন’ গানে কণ্ঠ দিয়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন দূরবীন ব্যান্ডের অন্যতম সদস্য ও ভোকাল সৈয়দ শহীদ। এর পর থেকে নিয়মিত নতুন গানে কণ্ঠ দিয়ে যাচ্ছেন এই সংগীতশিল্পী।

সেই ধারাবাকিতায় ‘বোকা বাক্স’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন কিছু দিন আগে। রাজীব হোসাইনের কথা ও সুরে গানটি শিগগিরই ব্যান্ড মিউজিক এক্সপ্রেস বাংলাদেশের ইউটিউব চ্যানেলে প্রচার হবে বলে জানা গেছে।

এই গান প্রসঙ্গে সৈয়দ শহীদ বলেন, আমি সবসময়ই বাণী প্রধান গানে কণ্ঠ দেওয়ার চেষ্টা করি। এই গানটিও তেমনই। কথার সঙ্গে সুরের চমৎকার সমন্বয় হয়েছে। আশা করছি শ্রোতারা গানটিকে আগ্রহের সঙ্গেই গ্রহণ করবেন।

এদিকে নাহিদ হাসানের কথা ও সুরে ‘বৃষ্টির মতো’ শিরোনামের একটি গান প্রকাশ করছেন এই শিল্পী। এই গানটিও বেশ আলোড়ন তুলেছে সংগীতাঙ্গনে।

একক গানের পাশাপাশি তার ব্যান্ডদল দূরবীনের জন্যও গানে কণ্ঠ দিচ্ছেন শহীদ। ব্যান্ডের নতুন একটি অ্যালবাম প্রকাশের প্রস্তুতি চলছে। এরই মধ্যে আটটি গানের কাজ শেষ হয়েছে। সুবিধাজনক একটি সময়েই ব্যান্ডের অ্যালবামটি প্রকাশ পাবে বলে জানিয়েছেন শহীদ। গান গাওয়ার পাশাপাশি কিছু আগে সাংগঠনিক কাজেও ব্যস্ত সময় পার করছেন তিনি। ঢাকাস্থ চট্টগ্রাম মিউজিশিয়ান ক্লাবের সভাপতির দায়িত্বও পালন করছেন এই সংগীতশিল্পী।