ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পেরুতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
Published : Wednesday, 23 June, 2021 at 8:45 PM
পেরুতে শক্তিশালী ভূমিকম্পের আঘাতশক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে পেরুর রাজধানী লিমা এবং মধ্য উপকূল অঞ্চলে। গতকাল মঙ্গলবার রাতে এই ভূকম্পন অনুভূত হয়।। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। খবর এএফপি’র।

জানা গেছে, রাজধানী লিমার প্রায় ১শ’ কিলোমিটার দক্ষিণে স্থানীয় সময় রাত দশটার দিকে এই ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল মলার ৩৩ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ভূপৃষ্টের ৩২ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬.০ মাত্রার। 

তবে বিশ্বব্যাপী ভূমিকম্প পর্যবেক্ষণ করা মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৮। এদিকে, এ ভূমিকম্পের কারণে রাজধানীর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় তারা ফাঁকা রাস্তায় নেমে আসে। শহরটিতে ৯৭ লাখ মানুষের বসবাস।