ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণপাড়ায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ইসমাইল নয়ন।।
Published : Wednesday, 23 June, 2021 at 8:53 PM
বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণপাড়ায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত"সংগ্রাম, উন্নয়ন ও অর্জনে" পথচলার ৭২ বছর শেষ করে ৭৩ বছরে পা রাখলো বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ। এরই অংশ হিসাবে সারা দেশের ন্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে  আলোচনা সভা, র্যালী ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে। বুধবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কুমিল্লা জজকোর্টের সাবেক পিপি (নারীশিশু) উপজেলা আওয়ামী লীগের সদস্য ও প্রবীণ আওয়ামী লীগ নেতা এডভোকেট সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও কুমিল্লা দঃ জেলা ছাত্রলীগের সহসভাপতি নাজমুল হাসান শরীফের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক ও ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু জাহের। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি একে এম ইলিয়াস সরকার,  ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান ও ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজী জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ শাহ আলম,  মৎস্যজীবী লীগ কুমিল্লা দঃ জেলার আহ্বায়ক শাহআলম, সাহেবাবাদ ডিগ্রি কলেজের সাবেক ভিপি স্বেচ্ছাসেবক লীগ ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মনির হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এডভোকেট জাহাঙ্গীর আলম ভূইয়া, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য আঃ জলিল, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট শামীমা চৌধুরী, সদস্য সচিব তাসলিমা আক্তার, যুগ্ম আহ্বায়ক মিমি আক্তার মেরী, মল্লিকা গ্রুপের পরিচালক সায়েব বাপ্পি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য উসমান চেয়ারম্যান, দুলালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম,  যুবলীগ নেতা নবীর হোসেন,  উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আলী হোসেন,  উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জাহিদুল হাসান পলাশ, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান শরীফ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মিশন প্রমুখ। 
     অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত পাঠ করা হয় এবং বঙ্গবন্ধুর মুরাল্য পুস্পস্তবক অর্পণ করা হয়।
    এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক করে তোলেন।