ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শোকগাথা
Published : Sunday, 27 June, 2021 at 12:00 AM
শোকগাথাআবুল কাশেম হৃদয় ।।দেশের সংবাদপত্র শিল্পকে সমৃদ্ধ করতে অনন্য ভূমিকা পালনকারী এবং দক্ষিণএশিয়ায় নিয়মিত প্রকাশিত সফল প্রাচীন সাপ্তাহিক, কুমিল্লা থেকে প্রকাশিত ‘আমোদ’ এর সম্পাদক ও লেখক শামসুন্নাহার রাব্বীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। সমবেদনা জানাচ্ছি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি। তাঁর মৃত্যু দেশের সংবাদপত্র অঙ্গনের অপূরণীয় ক্ষতি। আজকের সোস্যাল মিডিয়া নির্ভর প্রজন্ম তাঁর সম্পর্কে হয়তো জ্ঞাত নয়। কিন্তু তাঁর অসাধারণনেপথ্য ভূমিকার কারণে একটি জেলা শহর থেকে প্রকাশিত একটি পত্রিকা দক্ষিণ এশিয়ায় নিয়মিত প্রকাশিত সফল পত্রিকার স্বীকৃতি পেয়েছিল। এটি কুমিল্লার মানুষের জন্য এবং দেশের ছিল গৌরবের। ১৯৭২ সালে লেখা শামসুন্নাহার রাব্বীর অনেকগুলো প্রতিবেদনে উঠে এসেছিল পাকিস্তানি সেনাবাহিনীর কর্তৃক বাঙালি নিধনের চিত্র। যা সে সময় ব্যাপক আলোচিত হয়েছিল।
আমেরিকায় পাড়ি জমানো এই মহিয়সী নারী নিউ জার্সির একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
লেখক: সম্পাদক, দৈনিক কুমিল্লার কাগজ