Published : Sunday, 27 June, 2021 at 12:00 AM, Update: 27.06.2021 1:52:21 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় ১০২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে
র্যাব। শুক্রবার দিবাগত রাতে কুমিল্লা সদর উপজেলার আমতলী বিশ্বরোড এলাকায়
অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। এসময়
জব্দ করা হয় মাদক পাচারে ব্যবহৃত ট্রাকটিও।
আটক মাদক ব্যবসায়ীরা হচ্ছে
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুবর্নপুর গ্রামের মাইন উদ্দীনের ছেলে মোঃ ওমর
ফারুক (২৬), একই উপজেলার জয়নগর গ্রামের মৃত আলকাছ মিয়ার ছেলে মোঃ অবদুল
হাদি (৩৭) এবং গাজীপুরের টংগী উপজেলার আরিছপুর গ্রামের আবদুল মজিদের ছেলে
মোঃ আবদুর রহিম (২৪), ।
শনিবার (২৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ কুমিল্লার উপ পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব।
তিনি
বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল শুক্রবার
কুমিল্লা সদর উপজেলার আমতলীবিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান চালায। এসময় একটি
ট্রাক হতে ১০২ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে
সক্ষম হয়।
তিনি আরো জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক
ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ
কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য
ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ
বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।