Published : Sunday, 27 June, 2021 at 12:00 AM, Update: 27.06.2021 1:52:26 AM
বিশেষ
সংবাদদাতা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৭৭ জনের
মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর
সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ হাজার ৫৩ জনে।
একই সময়ে ১৯ হাজার ২৬২ জনের নমুনা
পরীক্ষায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৪ হাজার ৩৩৪ জন। এ নিয়ে
দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল আট লাখ ৮৩ হাজার ১৩৮ জনে।
গত ২৪
ঘণ্টায় শনাক্তের হার ২২.৫০ শনাক্ত। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত
হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৬২ শতাংশ।
শনিবার
(২৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা.
নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪
ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৪৮ জন ও নারী ২৯ জন। এদের মধ্যে সরকারি
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৫ জন, বেসরকারি হাসপাতালে ৭ জন, বাসায় ৪ জন
এবং হাসপাতালে আনার পথে একজন মারা যান।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩
হাজার ২৯৫ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে
সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৮৫৪ জনে। ২৪ ঘণ্টায় সুস্থতার হার
৯০ দশমিক ৬৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৭৭ জনের মধ্যে বয়সের হিসেবে
দশোর্ধ্ব ১ জন, বিশোর্ধ্ব ৩ জন, চল্লিশোর্ধ্ব ১৩ জন, পঞ্চাশোর্ধ্ব ১৭ জন
এবং ষাটোর্ধ্ব ৩৮ জন মারা যান।
একই সময়ে করোনায় মৃত ৭৭ জনের মধ্যে
বিভাগওয়ারি হিসেবে দেখা গেছে, ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রামে ২০ জন,
রাজশাহীতে ৯ জন, খুলনায় ১৯ জন, বরিশালে ১ জন, সিলেট বিভাগে ৪ জন, রংপুর
বিভাগে ৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩ জনের মৃত্যু হয়।