ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
খালে পাওয়া বস্তায় অজ্ঞাত তরুণীর লাশ
Published : Sunday, 27 June, 2021 at 12:58 PM
খালে পাওয়া বস্তায় অজ্ঞাত তরুণীর লাশপাবনার সুজানগর একটি খাল থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ জুন) রাতে উপজেলার হাটখালী ইউনিয়নের ভাদুরভাগ গ্রামের খালে কচুরিপানার ভেতর থেকে প্লাস্টিকের বস্তাবন্দি ওই লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে ওই খালে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় একটি প্লাস্টিকের বস্তা দেখে সন্দেহ হলে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে রাত সাড়ে ৯টার পরে বস্তাবন্দি লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের ধারণা, অন্য কোথাও তরুণীকে হত্যা করে এখানে মৃতদেহ রেখে গেছে।

সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তরুণীর মৃতদেহটি বিকৃত হয়ে গেছে। চেনার কোনও উপায় নেই। প্রাথমিকভাবে কোনও পরিচয় পাওয়া যায়নি। তরুণীর বয়স ২৮ বছর হতে পারে। বিষয়টি তদন্তে ও লাশ শনাক্তে কাজ চলছে বলে জানান তিনি।