বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন বগুড়ার এবং বাকি দুজন অন্য জেলার বাসিন্দা।
মৃতরা হলেন- বগুড়ার সদরের রহিমা বেওয়া (৭৭), আদমদীঘি উপজেলার আলতাফুনেচ্ছা (৬২), জয়পুরহাটের কামরুন নাহার (৪০) এবং সিরাজগঞ্জ জেলার মাজেদ আলী (৭২)।
রোববার (২৭ জুন) দুপুর ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২১২টি নমুনায় ৭৪ জনের, জিন এক্সপার্ট মেশিনে ১৮টি নমুনায় ৯ জনের এবং এন্টিজেন পরীক্ষায় ৬৬টি নমুনায় ১০ জনের পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৬টি নমুনায় ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪৩৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৪৪১ জন। মৃত্যু ৩৭৫ জন। এখন চিকিৎসাধীন রয়েছে ৬১৭ জন।